ভারত

বাজারে এলো বিশ্বের সবচেয়ে দামি চকলেট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৩:১৯:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে দামী চকলেট বাজারে আনলো ভারতীয় ব্র্যান্ড ফ্যাবেল এক্সকুইজিট চকলেটস। মঙ্গলবার, মুম্বাইয়ে এটি উন্মোচন করা হয়েছে।

ব্র্যান্ডটির নতুন ট্রাফল চকলেটের কেজিপ্রতি দাম ধরা হয়েছে চার লাখ রুপি। এরই মধ্যে, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে দামি এই চকলেটের।

এটি তৈরিতে নারকেল, কাজুবাদাম, ডার্ক চকলেট ছাড়াও জ্যামাইকান ব্লু মাউন্টেইন কফি, তাহিতির ভ্যানিলা বিন্স, বেলজিয়ান হোয়াইট চকলেট এবং পিয়েদমন্ত হেজেলনাট এর মত সব উপকরণ ব্যবহার করা হয়েছে। এর স্বাদ, উপকরণসহ অন্যান্য আনুষঙ্গিক সব বিষয়ের মূল পরিকল্পনাকারী ফ্রেঞ্চ মিশেলিন স্টার শেফ ফিলিপ কন্টিচিনি।

আরও পড়ুন