বাংলাদেশ, অর্থনীতি

বাণিজ্য বিরোধে বছরে ক্ষতি সাড়ে তিন বিলিয়ন ডলার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৩:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সময়মতো বাণিজ্য বিরোধ নিষ্পত্তি না হওয়ায় প্রতি বছর দেশের প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

আগামী এক মাসের মধ্যেই বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে তিনি এই তথ্য জানান।


সেমিনারে ব্যবসায়ী নেতারা দেশের বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে ধীরগতির চিত্র তুলে ধরেন। তারা জানান, একটি বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হলে দ্রুত ও স্বচ্ছভাবে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। এর ফলে ব্যবসায় আস্থা ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।


অনুষ্ঠানে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও উদ্ভূত বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে ইইউ।

 

ডিবিসি/পিআরএএন
 

আরও পড়ুন