বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক বিষয়ক ৩ দিনের আলোচনার দ্বিতীয় দফার বৈঠক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ই জুলাই) ওয়াশিংটন সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (USTR) কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার এবং সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই আলোচনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/এএনটি