নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান ছাত্র-জনতার সহিংস বিক্ষোভের কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, নিরাপত্তার কারণে সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলনও বাতিল করা হয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান ছাত্র-জনতার সহিংস বিক্ষোভের কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, নিরাপত্তার কারণে সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলনও বাতিল করা হয়।
সোমবার (৮ই সেপ্টেম্বর) সকাল থেকে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নেপালের তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী কাঠমান্ডু। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে টিম হোটেলে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়। দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, জামাল ভূঁইয়া-তপু বর্মণসহ দলের সকল সদস্য এবং ম্যানেজমেন্ট স্টাফরা হোটেলে নিরাপদে আছেন।
আমের খান জানান, উদ্ভূত পরিস্থিতিতে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) দর্শকশূন্য মাঠে (ক্লোজড ডোর) ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিবিসি/পিআরএএন