আন্তর্জাতিক, ভারত

বাবরি মসজিদ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের ঘোষণা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই নভেম্বর ২০১৯ ০৪:৪৩:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা করতে এক মাসের মধ্যেই সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে মুসলিম পার্সোনাল ল' বোর্ড।

রবিবার, অযোধ্যা ইস্যুতে মামলাকারীদের সঙ্গে বৈঠকের পর, এ কথা জানিয়েছে সংগঠনটি। ল বোর্ড জানায়, মসজিদের পরিবর্তে আদালতের প্রস্তাবিত জমি গ্রহণ করা হবে না। মামলাকারীদের বেশিরভাগই রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চায়।

এর আগে, চলতি মাসে ২ দশমিক ৭৭ একর জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়ে অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আর, মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ্ বোর্ডকে অন্য জায়গায় ৫ একর জমি দিতে সরকারকে নির্দেশ দেয়া হয়।

মামলাকারীদের মধ্যে রায় নিয়ে অসন্তোষের জেরে পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতে বৈঠক ডাকে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

আরও পড়ুন