রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। শিশুটি নিজের নাম ফারদিন বলে জানিয়েছে এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। বর্তমানে শিশুটি পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার তত্ত্বাবধানে রয়েছে।
রবিবার (৬ই জুলাই) দুপুরে মহাখালী বাস টার্মিনালের কাছে স্বাধীন বাংলা ফিলিং এন্ড সার্ভিস স্টেশনের সামনে শিশুটিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে শিশুটিকে একা দেখে একজন রিকশাচালকের সন্দেহ হলে তিনি বিষয়টি ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে জানান।
পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায় তার নাম ফারদিন এবং বয়স পাঁচ বছর। সে তার বাবার নাম ওয়াসিম ও মায়ের নাম মিতু বলে উল্লেখ করেছে। এছাড়াও, জান্নাত ও সিয়াম নামে তার দুজন ভাই-বোন রয়েছে বলে সে বারবার জানিয়েছে।
প্রাথমিকভাবে ফারদিনের সাথে কথা বলে পুলিশের ধারণা, শিশুটি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হতে পারে। তার মুখে সারাক্ষণ হাসি থাকলেও সে তার বাড়ির ঠিকানা বা পরিবারের পরিচয় স্পষ্টভাবে বলতে পারছে না।
শিশুটির পরিচয় শনাক্ত করতে বা তার পরিবারের কোনো সদস্যের সন্ধান পেতে গুলশান ডিভিশনের মহাখালী জোনের ট্রাফিক পুলিশের সহায়তাকারী মো. নিশান হোসাইন (মোবাইল: ০১৮৭৪-৫৪২৭৩০) অথবা রাজু মল্লিকের (মোবাইল: ০১৭৬৭-৬৬৩৯৬৮) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যেকোনো সহৃদয় ব্যক্তি শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবার সম্পর্কে কোনো তথ্য জানলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করে ফারদিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করার জন্য অনুরোধ রইল।
ডিবিসি/এএনটি