খেলাধুলা, ক্রিকেট

বাবা হচ্ছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই আগস্ট ২০২৩ ০৭:৩৭:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে করা হাজারো সমালোচনার যোগ্য জবাব দিয়েছেন ব্যাট হাতে। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার প্রস্তুত হচ্ছেন এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে। তবে তার আগে এবার ভক্তদের আরেকটি সুসংবাদ দিলেন টাইগার এই ক্রিকেটার। বাবা হতে চলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে শান্তর স্ত্রীর বেবি শাওয়ারের ছবি পোস্ট করা হয়। সেখানে ছিলেন বাংলাদেশ দলের বেশকিছু ক্রিকেটারের স্ত্রীরাও। যাদের মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।

শান্ত ও তার স্ত্রী সাবরিন সুলতানা রত্না—দুজনের বাড়িই রাজশাহীতে। তাদের বিয়েটা হয়েছিল করোনার সেই কঠিন সময়ে। মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের ১১ জুলাই ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন তারা।

শান্তকে নিয়ে যখন দর্শক-সমর্থকেরা তুমুল সমালোচনা করেছেন, ফেসবুকে ট্রল করেছেন—মানসিকভাবে শক্ত থাকা যখন অনেক কঠিন হয়ে পড়েছিল তার, তখন পাশ থেকে স্ত্রীর অনেক সমর্থন পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। দুর্দান্ত ছন্দে ফেরার পর যখন আবার মানুষের প্রশংসায় ভেসেছেন, স্ত্রীর এই অবদান একাধিকবার সামনে এনেছেন শান্ত।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত অসাধারণ ব্যাটিং করছেন প্রায় প্রতিটি সিরিজেই। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। শান্তর এই ফর্ম বাংলাদেশের দর্শকেরা দেখতে চাইবে এবার বিশ্বকাপেও।

ডিবিসি/এনবিডব্লিউ

আরও পড়ুন