চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও পানগাঁও টার্মিনাল ইজারা বাতিল এবং বিদেশি কোম্পানিকে নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় কাকরাইল মোড়ে পুলিশ বাধা দেয়।
এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিনসহ কয়েকজন আহত হন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ডিবিসি/এসএফএল