আজ (শুক্রবার) রাজধানী ঢাকার বাতাস আবারো চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী প্রধান শহরগুলোর বায়ুমান পর্যবেক্ষণকারী সূচক অনুযায়ী, দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম স্থানে উঠে এসেছে।
আজ শুক্রবার (২৪শে অক্টোবর) সকালে ঢাকার বায়ুর মান সূচক (AQI) রেকর্ড করা হয়েছে ১৬০।
একিউআই (AQI) মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এই মানের বায়ু সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং ফুসফুসজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
আজকের এই তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে একিউআই স্কোর ৩৪২, যা 'বিপজ্জনক' পর্যায়ের। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২১৯, যা 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা (একিউআই ১৯০) এবং চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি (একিউআই ১৬৭)। এই দুটি শহরের বাতাসও 'অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।
ডিবিসি/এনএসএফ