বাংলাদেশ

বার্ষিক পরীক্ষা বন্ধ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে আজ সোমবার (১লা ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র ব্যানারে ঘোষিত এই কর্মসূচীর ফলে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ থাকছে। গত ২৪ নভেম্বর থেকে এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তবে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

 

শিক্ষকদের উত্থাপিত চারটি দাবির মধ্যে প্রধান হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর স্বতন্ত্র গেজেট প্রকাশ করা। এছাড়া বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করার দাবি জানানো হয়েছে। একইসাথে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান এবং ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের জন্য দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশের দাবিও তারা তুলে ধরেছেন।

 

সমিতির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত এসব দাবি আদায়ে গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন