জাতীয়

বার কাউন্সিলের পরীক্ষা স্থগিত

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২০ ১২:৩৮:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

আগামী ২৬শে সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন পরীক্ষা হওয়ার কথা ছিল। যেখানে সনদ পেতে ১৩ হাজার পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে আজ রবিবার এই পরীক্ষা স্থগিত করা হল। 

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৭ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষার নেয়ার জন্য আগামী ২৬শে সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়।

আগে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবীদের সনদ প্রদান করা হতো। শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় আইনজীবী হতে বর্তমানে নৈবর্ত্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যে কোনও একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদেরকে পুনরায় সকল পরীক্ষায় অংশ নিতে হয়। এভাবে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থী সহ সর্বমোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশীর বার কাউন্সিলের  লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

 

আরও পড়ুন