ভারতের এক প্রদেশে বাসররাতেই বর ও বউয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা যাওয়া বরের বয়স ২২ বছর ও বউয়ের বয়স ২০ বছর। তবে ময়নাতদন্তে তাদের মৃত্যুর রহস্য উন্মোচন হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় এ ঘটনা ঘটে। বিয়ের রাতেই বর ও বউয়ের মৃত্যুর নিয়ে তৈরি হয় রহস্য। তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, হৃদ্রোগে (হার্ট অ্যাটাকে) আক্রান্ত হয়ে তাদের মৃত্যু।
পুলিশ সূত্রে জানায়, বরের নাম প্রতাপ যাদব। গত ৩০ মে তার সঙ্গে বিয়ে হয় পুষ্পার। বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের ঘরে প্রবেশ করেন বর এবং বউ। পরের দিন সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বন্ধ ঘরে বর-বউয়ের মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেন আত্মীয়-স্বজন। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে পুরো সত্য ঘটনা উঠে আসে। এ বিষয়ে এসপি প্রশান্ত বর্মা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাদের। একই চিতায় বর-বধূকে দাহ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের অনেক মানুষ।