বাংলাদেশ, জাতীয়

বাসে আগুন দিলে গুলির নির্দেশ পুলিশ আইনেই আছে: ডিএমপি কমিশনার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যারা ককটেল হামলা বা বাসে আগুন দেবে, তাদের গুলির নির্দেশ কোনো ব্যক্তিগত আদেশ নয় বরং এটি পুলিশ আইনেই বিদ্যমান রয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এই তথ্য জানিয়ে বলেন, পুলিশের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করা হলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

 

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে ডিএমপি কমিশনারের গুলির নির্দেশনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে, বৃহস্পতিবার রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এর ব্যাখ্যা দেন।

 

তিনি অভিযোগ করেন, অরাজকতা প্রতিহত করতে গেলে মব নিয়ন্ত্রণে পুলিশকে বাধা দেয়া হচ্ছে, যা কখনোই কাম্য নয়। নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ের সদস্যদের নির্দেশনা নিয়ে কথা বলেন। জনগণের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে ডিএমপির গোয়েন্দা পুলিশের এই সাইবার সাপোর্ট সেন্টারটি ভুক্তভোগীদের সেবায় ২৪ ঘণ্টা খোলা থাকবে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন