বিবিধ

বাস্তবায়ন হতে যাচ্ছে জনবান্ধব ও পরিবেশবান্ধব প্রকল্প 'সিটি ক্লিন'

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে এপ্রিল ২০২৫ ০২:৪০:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনবান্ধব ও পরিবেশবান্ধব প্রকল্প "সিটি ক্লিন" বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের অ্যাডভাইজরি পার্টনারশিপে, কিউলিপ এর প্রকল্প প্রণয়ন, ডিজাইন ও কনসালটেন্সি সহায়তায় এবং এইচ এস এফ এর পরিচালনা ও ব্যবস্থাপনায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফরিদপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

এই প্রকল্পের আওতায় ফরিদপুর শহরে নতুন উদ্যোক্তাদের "কিউলিপ-আই টি আর" ও "ক্লিক মার্ক" এর যৌথ সহায়তায় সোশ্যাল মিডিয়া মেনটেইন ও পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু করা হয়, একই সাথে উদ্যোক্তাদের পরিবেশ আইন বিষয়ে সচেতন করা।


প্রকল্পটির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর এর ডেপুটি ডিরেক্টর মো. সাঈদ আনোয়ার। এ সময়ে তিনি বলেন, ফরিদপুরে বায়ু দূষণ বেশি হচ্ছে। তাই বায়ুদূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।


মো. সাঈদ আনোয়ার বলেন, ফরিদপুরে ২০০-২৫০ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। উৎপন্ন হচ্ছে মেডিকেল বর্জ্য। তাই ফরিদপুরে একটি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট দরকার। ফরিদপুর জেলার পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. সাঈদ আনোয়ার দাবি করেন এছাড়া ইট ভাটার মাধ্যমে বায়ু দূষণ অনেক কমে গেছে। প্রকল্প বাস্তবায়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি। 


এইচএসএফ'র চেয়ারম্যান এম এ মুকিত বলেন, ই-বর্জ্য আমাদের ভবিষ্যতের জন্য হুমকি, তাই এই বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের এগিয়ে আসতে হবে।এইচএসএফ'র প্রধান নির্বাহী মো. বোরহানুল আশেকীন বলেন, পরিবেশ রক্ষায় এ সংক্রান্ত আইন জানতে হবে, মানতে হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসতে হবে। 


এন ডি এ বাংলাদেশ'র কমিউনিকেশন সেক্রেটারি ফাতেমা শেখ লাকি বলেন, পরিবেশ কার্যক্রম কে ডিবেট অঙ্গনে জনপ্রিয় করে তোলার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। এছাড়া অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার নিডল ক্র্যাফট এর প্রোপ্রাইটর লুবাবা জান্নাত নারী উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ব্যবসা গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন