সাংবাদিক তুহিন হত্যা

বিএনপিকে জড়ানোয় সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই আগস্ট ২০২৫ ০১:০৬:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাংবাদিক তুহিন হত্যা মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১২ই আগস্ট ) গাজীপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

মামলার বাদী তানভীর সিরাজ বলেন, "অপরাধী চক্রের কর্মকাণ্ডের ভিডিও করার কারণে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। কিন্তু এনসিপি নেতা সারজিস আলম এ বিষয়ে ভালোভাবে না জেনেই বিএনপিকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আমরা এই মামলা দায়ের করেছি।"

 

মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন।

 

এ বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, আদালত বাদীর বক্তব্য শুনেছেন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মামলাটি সিআইডিকে তদন্ত করতে দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন