বাংলাদেশ, রাজনীতি

বিএনপির নারী কর্মীরা একটি দলের আক্রমণের শিকার হচ্ছেন: রিজভী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সাথে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

 

রিজভী বলেন, জামায়াত-শিবির নারীদের অনলাইন ও অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং হুমকি দিচ্ছে। তিনি মন্তব্য করেন যে, জামায়াত নারীদের ভোটের মাঠে নামালেও একজন নারীকেও প্রার্থী করেনি। একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন