বাংলাদেশ, রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার রাজসিক প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭শে ডিসেম্বর) তার স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দিনের শুরু থেকেই ব্যস্ত সময় পার করবেন তিনি।

তারেক রহমানের আজকের কর্মসূচির সূচনা হবে শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে। বেলা ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া করবেন। কবর জিয়ারতের সময় তার সাথে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যরা।ৱ

 

এরপর নাগরিক অধিকার নিশ্চিতের প্রক্রিয়ায় অংশ নিতে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন।

 

দিনের তৃতীয় কর্মসূচিতে তিনি জুলাই আন্দোলনে আহতদের খোঁজ নিতে যাবেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসাধীন আহতদের চিকিৎসার সার্বিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের সাথে সরাসরি কথা বলবেন।

 

উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন