রাজনীতি, রাজধানী

বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের মাঝে হাতাহাতি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে জুলাই ২০২৩ ১১:২০:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কীনা জানা যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সমাবেশ শুরুর পর নেতাকর্মীরা হাতাহাতিতে জড়ান। 

এসময় নেতা-কর্মীরা একজন আরেকজনের দিকে চেয়ার ছুঁড়ে মারতে দেখা যায়। কেউ কেউ লাঠি নিয়ে তেড়ে আসেন। তবে কেউ হতাহত হয়েছেন কীনা সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল ও নটরডেম কলেজ পর্যন্ত পৌঁছে যায়। আর অন্যদিকে শান্তিনগর, মৌছাক, কাকরাইল মসজিদ, সেগুন বাগিচাসহ বিজয় নগর কালভার্ট রোডে ছড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা।


ডিবিসি/কেএমএল

আরও পড়ুন