বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে বিএনপি অফিসের বকেয়া ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ০৮:০৫:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দলটির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ বুধবার (৩০শে জুলাই) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ওই এলাকার মৃত তালেব আলী ভূঁইয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

এলাকাবাসী ও নিহতের পরিবারের ভাষ্যমতে, জাহাঙ্গীরের কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা চুক্তিতে তিনটি দোকান ভাড়া নেন স্থানীয় ওয়ার্ড বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। এর মধ্যে একটি দোকানে ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। বাকি দুটি দোকানের ভাড়া পরিশোধ করা হলেও বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহৃত দোকানটির ১০ হাজার টাকা ভাড়া বকেয়া ছিল। সেই বকেয়া ভাড়া চাইতে বিএনপি কার্যালয়ে তোতা মেম্বারের কাছে যান। এ সময় উভয়ের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তোতা মেম্বার, তার ছেলে খোকন ও রাসেলসহ বেশ কয়েকজন মিলে জাহাঙ্গীরকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

 

গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের ৫ই আগস্টের পর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া সালমদী বাজারে জাহাঙ্গীরের কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা ভাড়ায় তিনটি দোকান ভাড়া নেন। একটি দোকানে ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করেন। বাকি দুটি দোকানের ভাড়া পরিশোধ করলেও যেটিতে বিএনপি কার্যালয় করা হয়, সেই দোকানের ভাড়া পরিশোধ করেননি তোতা মিয়া।

 

তিনি আরও বলেন, আজ বেলা ১১টার দিকে জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে গেলে উভয়ের মধ্যে বাগ-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন