মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। আজ ১২টায় আদেশ দিবেন আদালত। রায়ের আগে নগরভবনের সামনে কোনো কর্মসূচি করবে না ইশরাকের কর্মীরা। তার কর্মীরা রায়ের আদেশের জন্য মৎস্য ভবনের সামনে অবস্থান করছে।
দিনব্যাপী অবস্থান কর্মসূচির কারণে ঢাকার সচিবালয়, প্রেসক্লাব, গুলিস্তান, মৎস্য ভবন এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। এদিকে, নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার (২১শে মে) দুপুর ১২টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর আলাদা আলাদা স্থানে কর্মসূচি ঘিরে ঢাকার রাজপথে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের ও এনসিপির কর্মসূচির কারণে প্রয়োজনীয় কাজের জন্য অতিরিক্ত সময় নিয়েই নগরবাসীর বের হওয়া উচিত বলে মনে করেছেন অনেকেই। এর আগে, মঙ্গলবার (২০শে মে) দিনভর চলছে বিক্ষোভ-সমাবেশ। পাশাপাশি চলে গান বাজনাও। এতে, বন্ধ হয়ে যায় সিটি করপোরেশনের নাগরিক সেবা। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ অপতৎপরতা। ব্লকেড কর্মসূচিতে সংহতি জানায় বিএনপিপন্থি বিভিন্ন শ্রমিক সংগঠনও।
ডিবিসি/ রাসেল