বাংলাদেশ, রাজনীতি

'বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হবে'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই মে ২০২৫ ০৫:১০:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সোমবার (৫ই মে) রাত ৯টা ১০ মিনিটে কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৬ই মে) সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। ইতিমধ্যে প্রস্তুত করা রয়েছে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন 'ফিরোজা'।

 

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে  নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নিদের্শনা দেয়া হয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল রাখা যাবে না পাশাপাশ হাঁটাও যাবে না। সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করছেন দলটির নেতারা।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন