রাজনীতি

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিম উদ্দিন

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন দলটির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাজিম উদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।


নাজিম উদ্দিন ভোলা-৪ আসনে তিন দফা এমপি নির্বাচিত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন