বাংলাদেশ, রাজধানী

বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না: সালাহউদ্দিন আহমেদ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৮ই ডিসেম্বর ২০২৫ ০১:০৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নীতি-আদর্শ ছাড়াই একটি দল ধর্মের নামে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেছেন, জামায়াতে ইসলামীর মতো বিএনপি ধর্মের নামে 'ট্যাবলেট' বিক্রি করে না, বরং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিশদ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।

সোমবার (৭ই ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি'র 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও মন্তব্য করেন যে, গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সালাহউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার, গণমাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ গণতন্ত্রের ভিত্তি রচনায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত বাকশালী কায়দায় দেশ পরিচালনা করেছেন।


একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নামে জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন