বিএনপির নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করলে এনসিপির নেতারা রাঙামাটি থেকে ফেরত যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
রবিবার রাতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এরপর তারা সমাবেশ করে।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলি আকবর সুমন, এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটোয়ারীকে রাঙামাটিতে না আসার আহবান জানিয়ে বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্ত্যবের জন্য ক্ষমা চাইতে বলেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, এনসিপি মুলত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। জুলাই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাই বেশি শহিদ হয়েছেন দাবি করে বলা হয়, এনসিপি জুলাইকে নিজেদের করার চেষ্টা করছে। যা কোনোভাবেই হতে দেয়া হবে না।
ডিবিসি/ এইচএপি