বিএনপি এমন একটি দল যারা জনগণের পাশে থাকে, বিএনপি কখনোই পালিয়ে যাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
বুধবার (২২শে অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি আগেও দেশের জনগণকে ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
ডা. জাহিদ আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। তিনি উল্লেখ করেন, এই দল সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
এ সময় তিনি উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার জন্যও আহ্বান জানান।
ডিবিসি/এফএইচআর