বাংলাদেশ, জেলার সংবাদ

বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়: গয়েশ্বর রায়

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে জুলাই ২০২৫ ০৮:৪১:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী, কোনো ধরনের কুসংস্কারে নয়। তিনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সবচেয়ে বড় সংস্কারক ছিলেন। আমরা সেই সংস্কারের রাজনীতিতে বিশ্বাস করি।"

শনিবার (১৯ই জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে 'জুলাই অভ্যুত্থানে' শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, বরং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য পাগল হয়েছে।" তিনি প্রশ্ন রেখে বলেন, "জনগণ বিএনপিকে ভোট দিলে তা মানতে আপনাদের অসুবিধা কোথায়, তা জনসম্মুখে বলতে হবে।"

 

পিআর পদ্ধতির সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "যারা পিআর পদ্ধতির কথা বলেন, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান।" সরকারের সমালোচনা করে তিনি বলেন, "গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন দীর্ঘ ১৭ বছর ধরে চলছে। জুলাইয়ের ছাত্র ও এনসিপি যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এর মানে এই নয় যে, লুট করেছি আমি ভাই, আর সবকিছু একা খাই।"

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি তার বক্তব্যে চলমান আন্দোলনকে সফল করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে 'জুলাই অভ্যুত্থানে' শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন