বাংলাদেশ, অপরাধ

বিএসবি গ্লোবালের বাশারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫ ০৪:১২:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উচ্চশিক্ষার নামে বিদেশে শিক্ষার্থী পাঠানোর কথা বলে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অর্থ পাচার মামলায় মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে, আদালতের বাইরে ভুক্তভোগী শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবার মানববন্ধন ও বিক্ষোভ করে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে খায়রুল বাশার ও তার সহযোগীরা এক হাজারেরও বেশি শিক্ষার্থীর কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। মঙ্গলবার সকালে সিএমএম আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে তারা বাশারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ধরেন এবং তাদের অর্থ ফেরতসহ কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী পরিবারগুলো জানায়, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো দেশে পাঠানোর নাম করে তাদের স্বপ্ন দেখানো হলেও তাদের সাথে পুরোপুরি প্রতারণা করা হয়েছে।

 

সিআইডি সূত্রে জানা গেছে, খায়রুল বাশারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগের ভিত্তিতে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে লেনদেন ও বিদেশে পাচারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সিআইডি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন