নির্দোষ দাবি রিটার্নিং কর্মকর্তাদের

বিগত তিনটি নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে কমিশনের শুনানি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিগত তিনটি জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশন। এসময় গত নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে শুক্র ও শনিবার দুইদিনব্যাপী এই শুনানি চলে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচনের অনিয়ম তদন্তে এই শুনানি অনুষ্ঠিত হয়।

 

শুনানিতে ২০১৪ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম-৫ আসনের এক প্রার্থী উপস্থিত ছিলেন। এছাড়া ২০১৮ সালের নির্বাচনে চট্টগ্রাম ১১ আসনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ২০২৪ সালের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তোফায়েল আহমেদও হাজির হন।

 

এ সময় চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার ও ২০১৮ সালের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান এবং ২০২৪ সালের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সাবেক বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

 

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, দুইদিনব্যাপী শুনানিতে নির্বাচন সংশ্লিষ্ট ৬০ জন ব্যক্তির বক্তব্য নেয় তদন্ত কমিশন। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মো. আব্দুল আলীম সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন