বাংলাদেশ, জাতীয়

বিচার বিভাগ সচিবালয়কে বাস্তবে রূপ দেয়াই হবে সবচেয়ে বড় দায়িত্ব: প্রধান বিচারপতি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৪ই ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিচার বিভাগীয় সচিবালয়কে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে এটিকে বাস্তবে রূপ দেয়াই আগামী দিনের সবচেয়ে বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচারকদের স্মরণ করিয়ে দেন যে, বিচার প্রাপ্তিকে কোনোভাবেই প্রশাসনিক দয়া হিসেবে দেখা যাবে না, বরং একে সর্বোচ্চ নাগরিক সেবা হিসেবে গণ্য করতে হবে।

রবিবার (১৪ই ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নিজের বিদায়ী সম্ভাষণ অনুষ্ঠানে পরবর্তী নেতৃত্বের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

 

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিজের ১৬ মাসের দায়িত্ব পালনকালের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির এক চরম সংকটকালে তিনি দেশের বিচার ব্যবস্থার হাল ধরেছিলেন। এই সময়ে বিচার বিভাগের কার্যকারিতা বাড়াতে বিচারকদের জন্য ১২ দফা আচরণবিধি প্রবর্তনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি। আগামী ২৭শে ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন