খেলাধুলা, ফুটবল

বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই আগস্ট ২০২৫ ০১:২২:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ। ইতোমধ্যে বাগদান সম্পন্ন হয়েছে তাদের। সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের বিয়ে নিয়ে চর্চা এখন চারদিকে।

তবে বিয়ের আগেই তাদের মধ্যে একটি শর্ত সামনে এসেছে, যা মূলত ভবিষ্যতে যদি সম্পর্ক ভেঙে যায়, সে ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকা এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে কিছু সন্তান রোনালদোর আগের সম্পর্ক থেকে, আবার কিছু তাদের দুজনের। জানা গেছে, জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তানের মা হতে চলেছিলেন, তখনই দুজনে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। শর্ত অনুযায়ী, যদি কখনও তাদের বিচ্ছেদ ঘটে, তাহলে রোনালদো জর্জিনাকে মাসিক ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা) ভরণপোষণ বাবদ দিয়ে যাবেন যতদিন তিনি জীবিত থাকেন।

 

এই চুক্তি কার্যকর হয় জর্জিনার কোলজুড়ে জন্ম নেওয়া রোনালদোর কন্যা আলানা মার্টিনার জন্মের পর থেকে। এছাড়াও, মাদ্রিদে রোনালদোর বিলাসবহুল বাড়ি ‘লা ফিনকা’য় থাকার অধিকারও থাকবে জর্জিনার, যদি কখনো তারা আলাদা হয়ে যান। রোনালদো ও জর্জিনা চান তারা একসঙ্গেই বাকি জীবন কাটাতে। তবুও ভবিষ্যতের জন্য এমন চুক্তি করেছেন যাতে সন্তানদের ভবিষ্যৎ ও জর্জিনার নিরাপত্তা নিশ্চিত করা যায়। জর্জিনা বর্তমানে রোনালদোর দুই সন্তানের জন্মদাত্রী এবং অন্য সন্তানদেরও দেখাশোনা করছেন।

 

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদোর সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৬৭১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকার কাছাকাছি। 

 

সূত্র: মার্কা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন