আগামী নির্বাচনে বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, বিগত তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে পুলিশ বদ্ধপরিকর।
শনিবার (১৫ই নভেম্বর) বিকেলে খুলনায় কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে আইজিপি এসব কথা বলেন।
তিনি আরও জানান, পুলিশ সদস্যরা যাতে বিগত তিন নির্বাচনের মতো বিতর্কে না জড়ায়, সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, সাংবাদিকদের কোনো রকম বাধা দেওয়া হবে না।
ডিবিসি/আরএসএল