আন্তর্জাতিক, এশিয়া

বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান, জ্বালানি পাচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১১ই আগস্ট ২০২৫ ০৭:৪৩:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সামরিক বাহিনী সম্প্রতি তাদের আঞ্চলিক জলসীমা থেকে জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে। এ সময় ওই ট্যাঙ্কারের ১৭ জন নাবিককেও গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, তৃতীয় কোনো দেশের পতাকা বহন করছিল। তবে ট্যাঙ্কারটি কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জব্দ করা এই ট্যাঙ্কারটিতে প্রায় ২০ লাখ লিটারেরও বেশি চোরাই জ্বালানি ছিল। ইরানে জ্বালানির দাম কম হওয়ায় সেখানে প্রায়ই চোরাচালান ঘটে। ইরান কর্তৃপক্ষ নিয়মিতই অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজ আটক করার ঘোষণা দেয়।

 

এর আগে, গত মাসেও ওমান সাগরে চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছিল ইরান। সেই ট্যাঙ্কারেও প্রায় ২০ লাখ লিটার জ্বালানি ছিল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন