রাজধানীর বাড্ডা থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং 'রবিন গ্রুপ'-এর সক্রিয় সদস্য শফিকুল ইসলাম হেলালকে বিদেশি রিভলভারসহ গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ি এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আজ বুধবার (১৪ জানুয়রি) সকালে উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, হেলাল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে ৭ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, চাঁদাবাজির ৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। বাড্ডা থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
ডিবিসি/এএমটি