বিনোদন, ঢালিউড

বিদ্যা সিনহা মিমের বিয়ের ছবি প্রকাশ

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ৫ই জানুয়ারী ২০২২ ০২:০৯:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

ছয় বছরের প্রেম। পূর্ণতা পেল নতুন বছরের প্রথম সপ্তাহেই। ভালোবাসার মানুষটির গলাতেই মালা পরালেন বিদ্যা সিনহা মিম। পাত্রের নাম সনি পোদ্দার। প্রকাশ হয়েছে মিমের বিয়ের ছবি। জানা গেছে, সনাতন ধর্ম রীতি মেনে এ তারকার বিয়ে হয়েছে।

বিয়েতে বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন তার কিছু বন্ধু ও কাছের মানুষেরা। এর আগে বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। বর্তমানে সনি সিটি ব্যাংকে কর্মরত রয়েছেন।

২০১৬ সালে সনির সঙ্গে তার পরিচয় ঘটে। সানজিদা অর্নি নামের এক বান্ধবীর মাধ্যমেই সেই পরিচয়ের সূত্রপাত। তারা তিনজন মেসেঞ্জারে গ্রুপ খুলে কথা বলতেন। এক পর্যায়ে ব্যক্তিগতভাবে কথা শুরু হয় মিম-সনির। এরপর ১১ অক্টোবর সনি প্রেমের প্রস্তাব দেন। রাজি হয়ে যান মিম। মনের লেনাদেনা চলতে থাকে সবার অগোচরে।

এর আগে, গেল বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। তখনই এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও তখন মিম জানিয়েছিলেন, সহসা বিয়ের পরিকল্পনা নেই। তবে দু’মাস যেতে না যেতে বিয়েটা সেরেই ফেললেন।

উল্লেখ্য, বিদ্যা সিনহা মিমের জন্ম রাজশাহীতে। তবে বাবার চাকরির সুবাদে ভোলা ও কুমিল্লায় অনেকটা সময় কেটেছে তার। ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে আত্মপ্রকাশ করেন মিম।

আরও পড়ুন