বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

বিদ্যুৎ উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ১১:০২:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সার্ভেয়ার ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন কার্যক্রম দশ দিন বন্ধ ছিল।

বুধবার (৩০শে জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিট থেকে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ১ হাজার ৬শ’ মেট্রিক টন কয়লা প্রয়োজন পড়বে।

 

তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক দৈনিক দেশ রূপান্তরকে বলেন, আজ বুধবার সন্ধ্যার পর থেকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। সার্ভেয়ার ত্রুটির কারণে ২১শে জুলাই ইউনিটটি বন্ধ হয়ে যায়। এটি চালু হওয়ার ফলে এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে।

 

তিনি আরও বলেন, সার্ভেয়ার ত্রুটি দেখা দিলে ২১শে জুলাই ভোরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিট ও বেলা ১টার দিকে কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরেরদিন, ২২শে জুলাই রাত ১২টার দিকে ১২৫ মেগাওয়াট ১নং ইউনিটটি চালু হয়। ১২৫ মেগাওয়াটের ১নং ইউনিট থেকে প্রতিদিন ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ১নং ইউনিটটি সচল রাখতে দৈনিক ৭শ” থেকে ৮শ’ মেট্রিক টন কয়লা দরকার পড়ছে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন