বাংলাদেশ, অর্থনীতি

বিদ্যুৎ-জ্বালানি খাতে সরকারের আমদানি ব্যয় বেড়েছে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে মে ২০২৫ ০৮:৪৮:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি মূল্য পরিশোধেই ব্যয় হয়েছে ৭শ’ ৬৮ কোটি ডলার। এপ্রিলে এ খাতে সরকারের বকেয়া কমে দাঁড়ায় ২৫ কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার টানাটানি থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি বকেয়া পরিশোধকে দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব।

আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ২০২৪ এর শুরুতে ডলার সংকটে এ খাতের বকেয়া পরিশোধ করতে না পারায় কমে যায় এর আমদানি। এতে তীব্র হয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট।


বাংলাদেশ ব্যাংক বলছে, এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডলার সংকটের মধ্যেও কেবল বিদ্যুৎ-জ্বালানির আমদানি ব্যয় মেটাতেই খরচ হয়েছে ৭ দশমিক ছয় আট বিলিয়ন ডলার। ডলার সরবরাহ বাড়ায় বিদ্যুৎ-জ্বালানির আমদানিতে বেড়েছে সরকারের ব্যয় সক্ষমতা। গত ছয় মাসে আমদানি বেড়েছে প্রায় ১১শতাংশ। আর এ খাতে বকেয়া কমেছে প্রায় ৩২ শতাংশ। 

 

বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ-জ্বালানি আমদানি ও বকেয়া পরিস্থিতির উন্নতির হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত এপ্রিল পর্যন্ত বকেয়ার পরিমাণ ২৫ কোটি ডলার।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন