ফুটবল

বিপিএলের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জয়

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৭:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল চট্টগ্রাম আবাহনীর দাপট। ৭ মিনিটেই দলকে লিড এনে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার চিনেদু ম্যাথিউ। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল আবাহনীর।

অন্যদিকে, সমতায় ফেরার সুযোগ মিস করেছে রহমতগঞ্জ। শেষ দিকে রহমতগঞ্জের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান মান্নাফ রাব্বি, এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে মারুফুল হকের দল।

১০ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলা রহমতগঞ্জ ৮ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

আরও পড়ুন