বিপিএলের ৩০ ম্যাচের দীর্ঘ গ্রুপ পর্বের লড়াই শেষ, এবার অপেক্ষা শুধুই নকআউট পর্বের উত্তেজনা আর শেষের রোমাঞ্চের।
শিরোপা জয়ের মিশনে ছয় দল থেকে টিকে রইল কেবল চার দল। প্লে-অফের মহারণে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মাঠে নামছে দলগুলো, যেখানে নিজেদের শক্তি বাড়াতে শেষ মুহূর্তে নামিদামি বিদেশি তারকাদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের চ্যালেঞ্জ নেবে রাজশাহী। গ্রুপ পর্বের ক্লান্তি কাটিয়ে রাজশাহীকে আটকানোর পরিকল্পনা সাজাচ্ছে মাহেদীর চট্টগ্রাম। ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও বোলিং ইউনিট দিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দলটি।
অন্যদিকে, রাজশাহী শিবিরে চলছে উৎসবের আমেজ। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের আগমনের গুঞ্জন উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
যদিও উইলিয়ামসনের আসা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। রাজশাহী ওয়ারিয়র্সের অলরাউন্ডার জিমি নিশাম বলেন, ‘উইলিয়ামসনের সাথে নিয়মিতই কথা হয়। সে এখনো এসএ টি-টোয়েন্টি খেলছে, তাই কিছু ফলাফলের ওপর বিষয়টা নির্ভর করছে। তবে আশা করছি, ওকে বাংলাদেশে আনতে পারব। মনে হয়, অনেক দিন হলো সে এখানে আসেনি।’
এর আগে আগামীকাল দুপুর একটায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও সিলেট। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী রংপুর লিটন দাসের নেতৃত্বে এবং মুস্তাফিজ-নাহিদের বোলিং আক্রমণে শিরোপার পথে এগিয়ে যেতে চায়।
অপরদিকে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে চমক দেখাতে প্রস্তুত সিলেট টাইটান্স। ক্রিস ওকস ও স্যাম বিলিংসের মতো ইংলিশ তারকাদের দলে ভিড়িয়ে তারা এখন অনেকটাই 'লন্ডন টাইটান্স'।
সিলেট টাইটান্সের ব্যাটার ইথান ব্রুকস দলের বোঝাপড়া নিয়ে বলেন, ((আমাদের দলের বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডের হওয়ায় বোঝাপড়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে। আশা থাকবে দলের সবাই সর্বোচ্চটা দিতে পারলে রংপুরকে হারানো সম্ভব।)) প্লে-অফের সমীকরণ মিলিয়ে এখন দেখার বিষয়, কারা ফাইনালে জায়গা করে নেয় আর কাদের বিদায়ঘণ্টা বাজে।
ডিবিসি/এনএসএফ