বিপিএলের গ্রুপ পর্ব শেষে পরিসংখ্যানের পাতায় বিদেশিদের ছাপিয়ে দেশি ক্রিকেটারদের দাপট স্পষ্ট হয়ে উঠেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট-বলের লড়াইয়ে টাইগারদের এমন পারফরম্যান্স শক্তিশালী প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচের প্রথম তিনজনই বাংলাদেশি, আর উইকেট শিকারিদের সেরা পাঁচে কোনো বিদেশি বোলারই নেই।
আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) শুরু হতে যাওয়া প্লে-অফের আগে গ্রুপ পর্বের পরিসংখ্যানে দেখা যায়, ১০ ম্যাচে ৩৭৮ রান নিয়ে সবার ওপরে আছেন তৌহিদ হৃদয়।
বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন তিনি; ১৩৯ স্ট্রাইকরেট ও ৪২-এর বেশি গড়ে রান তুলেছেন। সমান ম্যাচে ১৪০ স্ট্রাইকরেটে ৩২৯ রান করে দ্বিতীয় স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া বিশ্বকাপের জন্য চার নম্বরে নিজেকে ঝালিয়ে নিতে ১০ ম্যাচে ৪১ গড়ে ৩২৯ রান করেছেন ইমন। সেরা পাঁচ ব্যাটারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ডাভিদ মালান (৮ ম্যাচে ২৯৬ রান) এবং ষষ্ঠ ম্যাচে চোটে পড়ার আগে ২৫৮ রান করা রসিংটন আছেন ভালো অবস্থানে।
বোলিং বিভাগে সেরা পাঁচের সবাই দেশি তারকা। আকর্ষণীয় ইকোনমি ও স্ট্রাইকরেটে ২৩ উইকেট নিয়ে সবার শীর্ষে শরিফুল ইসলাম। ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন রিপন মন্ডল।
দল বাদ পড়লেও ৬ ইকোনমিতে ১৯ উইকেট নিয়ে গতির ঝড় তুলেছেন পেসার হাসান মাহমুদ। সিলেটের হয়ে ১০ ম্যাচে ৬-এর সামান্য বেশি ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। এছাড়া ৯ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
পরিসংখ্যান বলছে, আসন্ন বিশ্বকাপ মাঠে গড়াক বা না গড়াক, বিপিএলের মঞ্চে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
ডিবিসি/এনএসএফ