বিপিএল, খেলাধুলা, ক্রিকেট

বিপিএলে আসতে পারে নতুন চার দল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই মার্চ ২০২৪ ১০:৩৪:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে মাতামাতি থাকে সবসময়। থাকে নানা সমালোচনা-আলোচনা। তবে সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে ইতিবাচক কথাও শোনা যাচ্ছে। এবার ছিল না বড় ধরনের কোনও বিতর্ক। খেলায় প্রতিদ্বন্দ্বিতা, ধারাভাষ্য থেকে শুরু করে সম্প্রচারের মান বেশ ভালো ছিল এবারের আসরে। তাই দর্শক মাঠে এসে উপভোগ করেছে খেলা। দিন কয়েক আগে শেষ হলেও বিপিএলের রেশ আছে এখনও। এরই মধ্যে জানা গেল নতুন খবর। বিপিএলে নতুন দল হিসেবে নাম লেখাতে চায় আরও চারটি দল।

আগামী আসরে আরও চারটি নতুন দল বিপিএলে অংশ নিতে বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়েছে বলেও জানা গেছে। সে ক্ষেত্রে বিপিএলের কলেবর কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিপিএলে নতুন দল হিসেবে খেলতে আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

 

শুরু থেকেই বিপিএল বাকি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের থেকে ভিন্ন পথে হেঁটেছে। তাই তো বিপিএলে বাড়ার বদলে উল্টো কমেছে দলের সংখ্যা। অথচ আইপিএল বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা বেড়েছে। এবার অবশ্য বিপিএলেও দলের সংখ্যা বাড়ার সম্ভাবানা দেখা দিয়েছে।


দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মল্লিক নতুন দলের আবেদনপত্র জমা দেয়ার বিষয়টি জানান। বিপিএলে অংশগ্রহণের জন্য মোট চারটি নতুন দল আবেদন জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচির কারণে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মল্লিক। কোন কোন অঞ্চল থেকে দল গঠনের আবেদন এসেছে তাও জানিয়েছেন মল্লিক। 

 

বিসিবির এই কর্তাব্যক্তি বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’

 

দল বাড়ানোর চ্যালেঞ্জ কোথায় তাও জানিয়েছেন মল্লিক। বিপিএল নিয়ে সবচেয়ে বড় অভিযোগ, এমন এক সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, যখন বিশ্বের নানাপ্রান্তে লিগ চলে। বিপিএলে দলের সংখ্যা বাড়লে অতিরিক্ত দিনগুলোর খেলা চালানোর চ্যালেঞ্জের কথাই জানান তিনি। মল্লিক বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’

 

তবে নতুন করে আবেদন করা দলগুলোর কোনটিকে কি বিপিএলে দেখার সম্ভাবনা একেবারেই নেই? - সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বিসিবির এই কর্তাব্যক্তি। বর্তমানে যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো খেলছে, তার কোনটি যদি নাম প্রত্যাহার করে, সে ক্ষেত্রে সুযোগ মিলতে পারে বলে জানান তিনি।


বিপিএলে নতুন দল নিয়ে আসার আগাম ঘোষণা দিয়ে রেখেছেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিতে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, 'বিসিবি কর্তৃপক্ষের সাথে কথা বলে এলাম। প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বিপিএলে ময়মনসিংহের ক্রিকেট টিম থাকবে। নাম হবে, “ব্রহ্মপুত্র এক্সপ্রেস”  ইনশাল্লাহ।'

 

আরও পড়ুন