আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। ব্যাটিংবান্ধব উইকেটে প্রথম দিনই বল হাতে গতির ঝড় তুলেছেন পেসার নাহিদ রানা। কুয়াশাচ্ছন্ন দুপুরে বলের গতি, সুইং আর বৈচিত্র দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি।
২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলনে অংশ নেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা। তবে সবার আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ রানা।
নিজের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী এই পেসার জানান, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে মুখ্য। আগামী ২৯শে ডিসেম্বর সিলেটে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে রংপুর।
ডিবিসি/ এইচএপি