বিপিএলে সাইমন টফেলের দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও বিপিএল টেকনিক্যাল কমিটির কনভেইনর রকিবুল হাসান।
টফেল একাধারে টেকনিক্যাল কমিটির সদস্য এবং ম্যাচ রেফারি হিসেবে কাজ করায় 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' এর অভিযোগ এনেছেন তিনি। রকিবুলের অভিযোগ, টফেল ম্যাচ প্রতি আড়াই হাজার ডলার করে ১০ ম্যাচে আড়াই লাখ ডলার নিয়েছেন। তবে এই অভিযোগে উল্টো রকিবুলের দিকেই তোপ দেগেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
মিঠু দাবি করেন, বিগত আসরগুলোতে রকিবুল হাসানও একই ধরনের কাজ করেছেন। তিনি জানান, বিপিএলে পর্যাপ্ত ম্যাচ রেফারি না থাকায় এবং তাদের অনুরোধেই টফেল এই দায়িত্ব পালন করেছেন। এমনকি ম্যাচ ফি ছাড়া তিনি অতিরিক্ত কোনো পেমেন্ট নেননি।
এদিকে, বিসিবি পরিচালক শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে বোর্ড। শামীমের ফোন রেকর্ড তদন্তের জন্য আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে এবং তদন্তে কোনো ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন মিঠু।
এছাড়া ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে পেমেন্টের তথ্য পেলেই ক্রিকেটারদের পাওনা মেটাতে বিসিবি যোগাযোগ করবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/এনএসএফ