২০২৩ থেকে ২০২৫- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা তিন আসর হচ্ছে সাত দল নিয়ে। দল বাড়লে স্বাভাবিকভাবেই দেশীয় ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বেশি। তবে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দলের সংখ্যা কম হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে আসেন তামিম। বিপিএলে দল সংখ্যা কেন কম হওয়া উচিত, সেই ব্যাখ্যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কথা উল্লেখ করেছেন। কয়েক মাস পর শুরু হতে যাওয়া পিএসএল হচ্ছে ৬ দল নিয়ে।
তামিমের মতে পিএসএলের মান ভালো হওয়ায় সেই টুর্নামেন্টের প্রতি বিদেশিদের আগ্রহ বেশি থাকে। বরিশাল অধিনায়ক বলেন, ‘সেখানে (পিএসএল) ক্রিকেটের মান অনেক ভালো। আমরা ৭-৮ দল নিয়ে শুরু করি। ক্রিকেটাররা বলতে পারে দল বেশি থাকলে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়ে। তবে দল কমলে প্রতিযোগিতাও তো বাড়ে। এনসিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো করার ক্ষুধাটা তখন বাড়বে। আমি মনে করি ৬ দলের বেশি হওয়া উচিত নয়। ৫ দলের টুর্নামেন্ট হলে ভালো হয়।’ সবশেষ ২০২২ সালে ৬ দল নিয়ে হয়েছিল বিপিএল।
বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো বিপিএলেও সাধারণত একাদশে চার বিদেশি ক্রিকেটার থাকেন। তবে গত রাতে সংবাদ সম্মেলনে যখন বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমিয়ে দুইয়ে আনার কথা বলা হলো, তামিম সেখানে সহমত পোষণ করেননি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দুই বিদেশি না। চার বিদেশিই ঠিক মনে করি। আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি পিএসএলে খেলে। অথচ পিএসএল এক সময় পাঁচ দল নিয়ে হয়েছিল।’ তামিমের মতে অক্টোবর-নভেম্বরের দিকে বিপিএল হলে ভালো হয়। কারণ, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আয়োজন করা হলে এসএ টোয়েন্টি, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি- এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়।
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তার পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। তবে তামিম এখানে শান্তর ফর্মের চেয়ে একাদশ সাজানোর বিষয়টি উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে।
শান্তর একাদশে সুযোগ না পাওয়ার ব্যাখ্যায় তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। রংপুরের বিপক্ষেও ভালো একটা ইনিংস খেলেছে। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ডিবিসি/ এসএসএস