বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলকে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন। ৬৮ লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে যোগ দেওয়া এই অলরাউন্ডার নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দলের আস্থার প্রতিদান দিতে চান এবং নির্বাচকদের নজর কেড়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে চান।
অন্যদিকে, তারকাসমৃদ্ধ দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান ও নাসির হোসেনের মতো তারকাদের ভিড়ে দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ মিঠুনের কাঁধে।
গত আসরের হতাশা ভুলে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ঢাকার। এছাড়া দলের শক্তি বাড়াতে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে টুর্নামেন্টের শুরু থেকেই দলে পেতে জোর চেষ্টা চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ইমাদ ওয়াসিম ও উসমান খানদের নিয়ে আগামী ২৭শে ডিসেম্বর বিপিএল অভিযান শুরু করবে ঢাকা। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ জানান, দলকে নিয়ে তাদের প্রত্যাশা অনেক।
ডিবিসি/ এইচএপি