বিপিএল, খেলাধুলা, ক্রিকেট

বিপিএল: চট্টগ্রামকে ৭ উইকেটে হারাল রংপুর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত সূচনা করেছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসকে পাত্তাই না দিয়ে ৭ উইকেটে বড় জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল।

১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। এর আগে পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ।


টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম রয়্যালসের শুরুটা মোটামুটি ভালো হলেও অ্যাডাম রসিংটনের বিদায়ের পর নাইম শেখের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে। বাঁহাতি এই ওপেনার ২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে এরপরই শুরু হয় ফাহিম আশরাফের তাণ্ডব। মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করে তিনি মাহেদী, মাহফিজুল ও গুরবাজদের ক্রিজে দাঁড়াতেই দেননি। মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ১০২ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম।


সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের তারকায় ঠাসা ব্যাটিং লাইনআপের কোনো অসুবিধাই হয়নি। লিটন দাস ও দাউদ মালানের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যায় তারা। লিটন দাস ৪৭ রানে আউট হয়ে ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেও, মালান ৫১ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। লিটন-মালান জুটিতে আসে ৯১ রান। শেষদিকে সামান্য নাটকীয়তায় ৩ উইকেট হারালেও ৫ ওভার হাতে রেখে দাপুটে জয় দিয়ে আসর শুরু করে রংপুর রাইডার্স।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন