খেলাধুলা, ক্রিকেট

বিপিএল: চিটাগাং কিংসের কাছে ৪৬ কোটি টাকা পাওনা বিসিবির

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিপিএলের নতুন আসরের আগে ঘনীভূত হচ্ছে চিটাগং কিংস বিতর্ক। বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজির কাছে ৪৬ কোটি টাকারও বেশি বকেয়া আছে বিসিবির। বছরের পর বছর আরবিট্রেশন ও আইনি লড়াই চললেও কোন সুরাহা হয়নি। সম্প্রতি দলটির কর্ণধার সামির চৌধুরির কাছে আনুষ্ঠানিকভাবে দাবিনামা পাঠিয়েছে বিসিবি। আইনী নোটিশে বলা হয়েছে, সামির কাদেরকে পরিশোধ করতে হবে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার।

অবশ্য বিপিএলে বিতর্ক নতুন কিছু নয়। আসরের পর আসর নানা বিতর্ক বারবার কলুষিত করেছে বিপিএলকে। নতুন বিপিএলের আগে সব সমস্যা করার চেষ্টায় বিসিবি। তবে কিছু সমস্যা সমাধানও যেন বড্ড কঠিন, যার সাথে জড়িয়ে সামির কাদের চৌধুরির চিটাগং কিংস।  
 

২০১২- ২০১৩ বিপিএলে চিটাগং কিংসের ক্রিকেটারদের সময় যে অর্থ বকেয়া ছিল, সব সবকিছুই পরিশোধ করেছিল বিসিবি। এরপর বারবার টাকা ফেরতের দাবি জানালেও তার কোন সদুত্তর পায়নি বিসিবি। ১০ বার আইনী নোটিশ দেয়ার পর কোন সুরাহা হয়নি, এরপর বাধ্য হয়ে আরবিট্রেশনে যায় বিসিবি।   

 
শুধু চিটাগং কিংস নয়, ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বুলস ও খুলনা টাইগার্সের কাছেও বকেয়া আছে বিসিবির। উলটো এই প্রক্রিয়ায় বছরের পর পর বছর মোটা অংকের টাকা খরচ করতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দারিয়েছে সামির কাদের চিটাগং কিংস, কেননা তাদের বকেয়া অর্থের পরিমাণ ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ ডলার।  

সংশ্লিষ্টরা বলছেন, এর দায় রয়েছে বিগত সভাপতি ফারুক আহমেদেরও। তার ভুলের খেশারত দিতে হচ্ছে নতুন বোর্ডকে। কেননা, সবশেষ বিপিএলে সামির কাদেরের থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়ে সমোঝোতা করে তাদের আবারো বিপিএলে সুযোগ দেয় ফারুক আহমেদ। শর্ত দেয়া হয়েছিল তিন কিস্তিতে ২০২৪ নভেম্বরের মধ্যে পরিশোধ বকেয়া।  
 

তবে সেই প্রতিশ্রুতি ভাঙ্গার পাশাপাশি সামির কাদের সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে নতুন ইস্যুর জন্ম দেয়। এরই মধ্যে আগের সব সমঝতা বাতিল করে পুরো বকেয়া ও সুদসহ ৪৬ কোটি টাকা ফেরত চেয়ে আইনী নোটিশ পাঠানো হয়েছে চিটাগং কর্ণধারকে। 
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন