দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিখ্যাত লাক্কাতুরা গ্রাউন্ডে পিচ ও আউটফিল্ড পরিচর্যার কাজ চলছে পুরোদমে।
এবার প্রথমবারের মতো বিপিএলের পর্দা উঠছে চায়ের দেশ সিলেট থেকে, যা নিয়ে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে বাড়তি উচ্ছ্বাস।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, সিলেট পর্বের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শকদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে ছাড়া হয়েছে, ফলে লাইনে দাঁড়ানোর বিড়ম্বনা থাকছে না।
বিসিবি পরিচালক রাহাত শামস আশা প্রকাশ করেন, এই আসরের মাধ্যমে বিপিএল তার হারানো জৌলুশ ফিরে পাবে। স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি নিশ্চিত করেছেন যে, দর্শকদের নির্বিঘ্নে খেলা উপভোগ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিবিসি/ এইচএপি