জেলার সংবাদ

মৌলভীবাজারে মাদ্রাসার দুই শিবির নেতা আটক

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই অক্টোবর ২০২১ ০৭:৫১:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিপুল জিহাদি বই, লিফলেটসহ মৌলভীবাজার শহরের টাউন কামিল মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ছাত্রশিবির সভাপতি সাব্বির হোসেন তানভির (২২) এবং সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মো. বখতিয়ার (২১)। 

পুলিশ সুপার জানান, তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মৌলভীবাজার শহরের পূর্ব সুলতানপূর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এই বাসায় ৭ থেকে ১০ জন ছাত্রশিবির কর্মী মেস বানিয়ে বসবাস করতেন।

তিনি আরও জানান, অভিযানে দুজনকে আটক করা সম্ভব হলেও মেসে থাকা আরও প্রায় ১০-১২ জন পালিয়ে যায়। তারা নিজেদের মধ্যে বিভিন্ন জিহাদি বই বিতরণ এবং এর মাধ্যমে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য ও সমর্থক বলেও দাবি করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানানো  হয় ব্রিফিংয়ে।

আরও পড়ুন