জাতীয়

বিবিএস জানাল দেশের জনসংখ্যা কত বেড়েছে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মার্চ ২০২৪ ০৮:৫৮:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ সালে বাংলাদেশের প্রাক্কলিত জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজারে। এর মধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ।

রবিবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
 

এ সময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।


বিবিএস’র দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে সর্বশেষ চূড়ান্ত জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। সেই হিসেবে দেশে জনসংখ্যা বেড়েছে ১৭ লাখ ৬১ হাজার ৮৯ জন।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন