ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ২০২১ সালের ৬ই জানুয়ারির একটি ভাষণ বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে ফ্লোরিডার আদালতে এই মামলাটি দায়ের করা হয়। ট্রাম্পের অভিযোগ, বিবিসি 'ইচ্ছাকৃত, বিদ্বেষপূর্ণ ও প্রতারণামূলকভাবে' তার বক্তব্য সম্পাদনা করে প্রচার করেছে, যা মানহানিকর এবং ব্যবসায়িক আইনের লঙ্ঘন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ৬ই জানুয়ারি ২০২১ এর মূল ভাষণে ট্রাম্প ক্যাপিটলের দিকে হেঁটে যাওয়ার কথা বলার প্রায় ৫০ মিনিট পর ‘তুমুল লড়াই’ করার কথা বলেছিলেন।
কিন্তু প্যানোরামা তথ্যচিত্রে এই দুটি ভিন্ন সময়ের বক্তব্যকে জোড়া লাগিয়ে প্রচার করা হয়। বিবিসি স্বীকার করেছে যে, এই সম্পাদনা দর্শকদের মধ্যে এমন ভুল ধারণা তৈরি করেছিল যে ট্রাম্প হয়তো সরাসরি সহিংসতার ডাক দিচ্ছেন।
তবে বিবিসির আইনজীবীরা যুক্তি দিয়েছেন, এতে কোনো বিদ্বেষ ছিল না এবং ট্রাম্পের কোনো ক্ষতিও হয়নি, কারণ অনুষ্ঠানটি প্রচারের পরপরই তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বিবিসি গত মাসে এই ঘটনার জন্য ক্ষমা চাইলেও ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে। এদিকে গত নভেম্বরে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ মেমোতে এই সম্পাদনার সমালোচনা করা হয় এবং এর জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেন।
বিবিসি দাবি করেছে অনুষ্ঠানটি কেবল যুক্তরাজ্যের দর্শকদের জন্য ছিল, তবে ট্রাম্পের মামলায় বলা হয়েছে ফ্লোরিডার দর্শকরা ভিপিএন বা স্ট্রিমিং সার্ভিস ব্রিটবক্সের মাধ্যমে এটি দেখে থাকতে পারেন। অন্যদিকে, যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে ট্রাম্পের এই আইনি হুমকির বিরুদ্ধে বিবিসির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি
ডিবিসি/এনএসএফ